পুলিশ প্রহরায় অনুষ্ঠানস্থল ত্যাগ গণপূর্ত মন্ত্রীর হাটহাজারীতে এমএ ছালামের সংবর্ধনা অনুষ্ঠানে ধাওয়া পাল্টা ধাওয়া

ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃ  চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এমএ ছালামের গণ সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলিগের ২ গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওযা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত ১৮ই ফেব্রুয়রি শনিবার বিকাল ৪ টার দিকে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে তা হাটাহাজারী কলেজ গেইটের বিভিন্ন জায়গায ছড়িযে পড়ে। এসময় ছাত্রলীগ কর্মীরা ব্যাপক ভাংচুর চালায়। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশের সাহায্যে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধান অতিথি গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিযার মোশারফ হোসেন এমপি। দীর্ঘ ঘন্টা ব্যাপি সংঘর্ষ চললে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।23
জানা যায়, উপজেলা আওয়ামমীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন নোমান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুরুল আলম চৌঃ সমর্থিত গ্রুপের সদস্যদের মধ্যে এ সংঘর্ষ ঘঠে।

এ ব্যাপারে উভযের সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলে সংযোগ পাওয়াা সম্ভব হয়নি।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে বলেন, ফুল দেয়া কে কেন্দ্র করে স্কুল মাঠে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।