ক্রাইমবার্তা রিপোট:মিরপুর প্রতিনিধিঃ- মিরপুরের ছাতিয়ানে ২০১৭-২০১৮ ভিজিডি চক্রের চাউল বিতরনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরন করা হয়। ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সচিব আকরামুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিনের সহধর্মীনী জাফিয়া সুলতানা জাফরীন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ক্রেডিট সুপার ভাইজার সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মুরাদুজ্জামান বিশ্বাস মুরাদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ও চেয়ারম্যানের বিশেষ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক(বক্কর), ইউডিসি উর্দোক্তা ইতি খাতুন, রাশেদুল ইসলাম টুটুলসহ ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দরা উপস্থিত ছিলেন।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …