ক্রাইমবার্তা রিপোট: আশাশুনিতে বাল্য বিবাহের সাথে জড়িত থাকার অপরাধে বর ও সহযোগিকে এক মাস সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা আদালত পরিচালনা করেন। সাতক্ষীরা সদরের বয়ারবাতাল গ্রামের ভৈরব চন্দ্র সরকারের ছেলে ইন্দ্রজিৎ সরকার (২২) এর সাথে সাতক্ষীরা সদরের ভোমরার নবাবকাটি গ্রামের যাদব স্বর্ণকারের কন্যা সুস্মিতা (১৪) এর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তারা দুই জনে গোপনে বাড়ি থেকে বেরিয়ে হাতে শাখা ও কপালে সিঁদুর পরে বিয়ে করে এবং তাদের আত্মীয় আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামে সুর্য্যকান্ত বিশ্বাসের ছেলে করুনাময় বিশ্বাসের বাড়িতে এসে আশ্রয় নেয়। খবর পেয়ে পিএসআই হাফিজুর রহমান অভিযান চালিয়ে বর-বধু ও আশ্রয়দাতাকে আটক করেন। বিজ্ঞ আদালতে বরকে ১ মাসের এবং আশ্রয়দাতাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কনেকে তার ভাইয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।