ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর মহাখালীতে নিজ বাসার সামনে দিদার হোসেন সজিব নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তাকে প্রথমে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
আহত সজিব জানান, তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের ঠিকাদার। তার বাসা মহাখালীর ক-৫৬ দক্ষিণপাড়ায়। দুপুরে কাজ শেষে মোটর সাইকেলযোগে তিনি বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি একটি ওষুধের দোকানের সামনে পৌঁছলে একই এলাকার জাবেদসহ দুজন তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বাম পাজরে বিদ্ধ হলে তিনি মোটর সাইকেল থেকে পড়ে যান। এসময় জাবেদ এগিয়ে এসে আবারো গুলি চালায়। গুলিটি তার ডান হাতের আঙ্গুলে লাগে। এসময় তিনি জাবেদকে ঝাপটে ধরার চেষ্টা করলে সে আরেকটি গুলি ছুড়ে। এই গুলিটি তার বাম কানের পেছনে বিদ্ধ হয়। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। তবে কি কারণে তার ওপর হামলা হয়েছে তা জানাতে পারেননি তিনি।
পুলিশ ধারণা করছে ঠিকাদারী ব্যবসার কোনো বিরোধ থাকতে পারে এই ঘটনার সাথে। জড়িতদের ধরতে অভিযান চলছে।