আইপিএলে কারা কোন দলে?

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আইপিএলের দশম আসরের নিলাম হয়ে গেলো আজ। সবচেয়ে দামী খেলোয়াড় হলেন অলরাউন্ডার বেন স্টোকস। সাড়ে ১৪ কোটি রুপির বিনিময়ে তাকে দলে নিয়েছে রাইজিং পুনে জায়ান্টাস। এর পর ১২ কোটিতে আরেক ইংলিশ ক্রিকেটারকে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ট্রেন্ট বোল্টকে পাঁচ কোটি দিয়ে নিয়েছে কলকাতা নাইটরাইডার্স৷মুম্বইয়ের সাথে দর কষাকষিতে দেড় কোটির কিউই পেসারকে দলে ভেড়ালো কলকাতা নাইটরাইডার্স৷আইপিএল ১০-এ প্রথম ক্রিকেটার হিসেবে সাবেক সানরাইজার্স হায়দরাবাদের বোলারকে নিল কেকেআর৷

উত্তরপ্রদেশের লেগ-স্পিনার করণ শর্মাকে ৩.২০ কোটি টাকায় কিনল মুম্বাই ইন্ডিয়ান্স৷

চার কোটি ২০ লাখ রুপিতে ক্রিস ওয়াকসকে কিনল কেকেআর৷

আফগান লেগ-স্পিনার রশিদ খান আরমানকে চার কোটি দিয়ে নিল সানরাইজার্স৷

নিলামে বিক্রি হলেন না মনোজ তিওয়ারি, চেতেশ্বর পূজারা, অভিনব মুকুন্দ৷

রাজস্থানের পেসার অনিকেত চৌধুরিকে দুই কোটি দিয়ে নিল আরসিবি৷

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা পশ্চিমবঙ্গের উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামীকে নিল না কোনো দল৷

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলে নাম লেখালেন মহম্মদ নবি৷আফগানিস্তানের পেসার নবিকে ৩০ লাখ রুপিতে কিনল সানরাইজার্স৷

এক গুচ্ছ স্পিনার আনসোল্ড৷বিক্রি হলেন না প্রজ্ঞান ওঝা, ইমরান তাহির, ব্র্যাড হগ এবং ইস সোধি৷

ইশান্ত শর্মা আনসোল্ড৷ভারতের ডানহাতি পেসার তথা আইপিএলে সাবেক সানরাইজার্স বোলারকে নিল না কোনো দল৷

সাবেক অসি পেসার মিচেল জনসনকে দুই কোটি দিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷

৪.৫ কোটি দিয়ে প্যাট কামিন্সকে নিল দিল্লি৷

ইংল্যান্ড পেসার তাইমাল মিলসকে ১২ কোটি দিয়ে নিল আরসিবি৷

প্রোটিয়া পেসার রাবাদাকে পাঁচ কোটি দিয়ে কিনল দিল্লি ডেয়ারডেভিলস৷

শন অ্যাবট ও ক্রিস জর্ডন আনসোল্ড৷

এক কোটি টাকায় কিউই অল-রাউন্ডার কোরি অ্যান্ডারসনকে কিনল দিল্লি ডেয়ারডেভিলস৷

অবিক্রিত ভারতের বাঁ-হাতি অল-রাউন্ডার ইরফান পাঠান৷

দুই কোটি দিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজকে কিনল ডেয়ারডেভিলস৷

গত আইপিএল নিলামের ‘চমক’ পবন নেগিকে এক কোটি টাকায় কিনল আরসিবি৷

অবিক্রিত থেকে গেলেন ঝাড়খণ্ডের অধিনায়ক সৌরভ তিওয়ারি৷

রস টেলরকে নিল না কোনো দল৷

ইংল্যান্ডের আর এক ব্যাটসম্যান জেসন রয় আনসোল্ড৷

দ্বিতীয় প্লেয়ার হিসেবে নিলামে উঠলেন ইয়ন মর্গ্যান৷ইংল্যান্ডের টি-২০ অধিনায়ককে দুই কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস৷

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল ১০-এর নিলামে উঠলেন মার্টিন গাপটিল৷ নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান গত বছরের মতো এবারও অবিক্রিত৷

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।