ক্রাইমবার্তা রিপোট:আমরা বাঙালি; কোনোটাকেই ভালোভাবে দেখি না- দাবি করে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে বাধ্য। নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে। দল হিসেবে তারা থাকবে না। যত কথাই বলুক নির্বাচনে আসতে তারা বাধ্য। তিনি বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে বলেই আমরা আশা করি।
আজ সোমবার দুপুরে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তার সাথে ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, রংপুর জেলা সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সেক্রেটারী আসিফ শাহরিয়ার, মহানগর সেক্রেটারি এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।
বর্তমান নির্বাচন কমিশন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমরা বাঙালি, কোনোটাকেই ভালোভাবে দেখি না। এটা আমাদের দোষ। ওরা তো মাত্র এসেছেন। ওরা কাজ করলে বোঝা যাবে। ওনারা নির্দলীয়, নিরপেক্ষ কিনা। তাদের সুযোগ দেয়া হোক। আমরা বলেছি। ওনি এসেছেন, কাজ শুরু করুক। আশা করি আমাদের মনের আশাটা পূরণ করবেন। একটা সুষ্ঠু নির্বাচন করবেন। আমাদের আশা যেন আল্লাহ পূরণ করেন।’
এরশাদ বলেন, ‘ভাষা আন্দোলন শুরু হয়েছিল ১৯৫২ সালে। কিন্তু কেউ বাংলাভাষা কেউ চালু করেনি। আমি ১৯৮৬ সালে পার্লামেন্টে আইন করে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষা চালু করেছিলাম। সকল সরকারি নথিপত্রে, সাইনবোর্ডে বাংলা ভাষা থাকতে হবে। বাংলা তারিখ লিখতে হবে। বাংলায় সব কিছু করতে হবে। এটা আমিই করেছিলাম। শহীদদের মনের ভাষা আমি বুঝতে পেরেছিলাম। সেই ভাষা আমি চালু করেছি। প্রত্যেকটা সাইনবোর্ডে বাংলা লেখা থাকতে হবে এটা বাধ্যতামূলক করেছিলাম। আমি এখন নাই ক্ষমতায়। থাকলে আমরা এগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না। তা খতিয়ে দেখতাম ও চালু করতাম বাধ্যতামূলকভাবে।’
একটি জোট গঠনের ইঙ্গিত দিয়ে এরশাদ বলেন, ‘আমি এককভাবে নির্বাচন করবো। বিএনপি এককভাবে নির্বাচন করবে। আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করবে। আমার সাথে কেউ যদি জোট করে তাতে ক্ষতির কিছু নেই। ১৪ দলীয় জোট আছে। ২০ দলীয় জোট আছে। আমারও একটি জোট হবে। অনেকেই আমার সাথে দেখা করেছেন। এখনও ঘোষণা দেইনি। তবে যে দলের শক্তি আছে, সামর্থ্য আছে, তাদের সাথে আলাপ-আলোচনা করে আমরা জোটের ঘোষণা দিবো।’
তিনি বলেন, ‘আলাদা জোট করলে ইলেকশনের কাছাকাছি সময়ে মন্ত্রীরা ফিরে আসবেন। সময় হলে তারা আসবে। আসতে তারা বাধ্য। সবার জোট আছে। আমার জোট করলে অসুবিধা কি?’
জানা গেছে, তিনি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী দিবেন।