এমপি লিটন হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত : আইজিপি

ক্রাইমবার্তা রিপোট:পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িতরা খুব শিগগিরই গ্রেফতার হতে পারে।

তিনি জানান, ইতোমধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করেছে।ফাইল ছবি

আজ সোমবার সকালে তিনি সাভারের আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ ১-এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

আইজিপি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঘটনার দিন যে তিনজন ব্যক্তি মোটর সাইকেলযোগে তার বাড়িতে এসেছিলো তারা পুলিশের নজরদারিতে রয়েছে।

ইতোমধ্যেই হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পুলিশের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে একেএম শহীদুল হক নারী পুলিশ সদস্যদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ ১-এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।