মোগাদিসুতে বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম এ ধরনের একটি সহিংস ঘটনা ঘটল। আজ সোমবার উদ্ধারকর্মীরা এ কথা জানান।27

গতকাল রবিবার রাজধানীর মাদিনা এলাকার একটি ব্যস্ত বাজারে গাড়ি বোমা হামলাটি চালানো হয়। বিস্ফোরণের আশপাশের বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ধ্বংস হয়ে যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়ার শাবাব জিহাদিরা দেশটিতে প্রায়ই এ ধরনের আত্মঘাতী হামলা চালিয়ে আসছে। জিহাদিরা নতুন সরকারের বিরুদ্ধে ‘যুদ্ধ’ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

আজ সোমবার মোগাদিসুর আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান আব্দলুকাদির আব্দুররহমান বলেন, ‘এই হামলায় এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছে ও আরো ২৭ জন আহত হয়েছে। ’

এর আগে গতকাল রবিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, এই বিস্ফোরণে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে।

সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি মোহাম্মদের আন্তর্জাতিক সমথর্করা এই হামলার নিন্দা জানিয়েছে। অপরদিকে
প্রেসিডেন্ট আব্দুল্লাহি এই হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য প্রদানকারীকে এক লাখ মার্কিন ডলার পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মার্কিন ও সোমালিয়ার দ্বৈত নাগরিক আব্দুল্লাহি আগামী বুধবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।