মিস নেপালের সঙ্গে রানা

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ক’দিন আগেই ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্লোজআপ ওয়ান তারকা এইচএম রানার কন্ঠে গাওয়া ‘পাপা চিক চিক’ গানের মিউজিক ভিডিও। এরইমধ্যে দর্শক-শ্রোতার কাছে সাড়া ফেলেছে গানটি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দর্শক-শ্রোতার সামনে নতুন মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন রানা। মিউজিক ভিডিওর শুটিংয়ে তিনি এখন নেপালে।26

সেখান থেকে রানা  বলেন, “এক ফালি চাঁদের আলো’, ‘লাকী কুপন’ ও ‘ভালবাসি তোমায়’ এই তিনটি গানের মিউজিক ভিডিও করার পরিকল্পনা নিয়ে নেপালে এসেছি। নেপালের দর্শনীয় স্থানে ভিডিওগুলোর শুটিং হচ্ছে।” ভিডিওতে রানার সঙ্গে মডেল হয়েছেন মিস নেপাল শীতাল আচারিয়া।

রানা সম্প্রতি ভারতে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ইভেন্ট অর্গানাইজেশানের আমন্ত্রণে একক কনসার্টসহ লেজার ভিশনের ব্যানার থেকে প্রকাশিত তার নতুন অডিও একক অ্যালবাম ‘রানার’ ও মিউজিকাল ফিল্ম ‘পাপা চিক চিক’-এর আন্তর্জাতিক প্রকাশনার কাজ সম্পন্ন করাসহ বেশ কিছু আন্তর্জাতিক ইভেন্ট ও বলিউড এবং টালিউডের ছবিতে প্লেব্যাকের চুক্তি সম্পন্ন করেছেন।

জানা যায়, নেপাল সফর শেষেই রানা আবারও উডাল দেবেন মুম্বাই ও কলকাতায়।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।