পানির নিচে সৌম্য-ইমরুল-রুবেলের ফটোশুট

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:প্রথম ইনিংসে পাহাড়সম রান। তাই বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে আনন্দ উল্লাসও জানিয়ে দিল বেশ নির্ভার দলটি। আর এ সময় বিকেএসপির সুইমিং পুলে জলকেলিতে মাতলেন তারা। করলেন ফটোশুট।

ক্যামেরাবন্দি হলেন সৌম্য সরকার, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও খালেদ মাসুদ পাইলট।

পানির নিচে ফটোশুট তারকাদের জন্য নতুন কিছু নয়। বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে অনেক কাজেই তাদের এমনটা করতে হয়। আর তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেনও। তবে সৌম্য, ইমরুল, রুবেলরা করেছেন নিচক বিনোদনের জন্যই। আর সে ছবি নিজের ফেসবুক পেজে আপলোড করেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

আগামী মাসেই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে দেশের শততম টেস্ট খেলবে টাইগাররা। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলছেন ক্রিকেটাররা। তবে খেলার ফাঁকে নিজেদের চাঙ্গা রাখতে উৎসব-আড্ডায় মাতেন ক্রিকেটাররা।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।