ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :রাখে আল্লাহ মারে কে? যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় ধ্বংসস্তুপ থেকে বেঁচে ফিরল ফুটফুটে ৩ বছরের শিশু। হামলা পাল্টা হামলা পর পর ভেঙে পড়েছে বাড়িঘর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দামাস্কাস, আপেপ্পোয় লাগাতাল হামলা চালাচ্ছে বিদ্রোহীরা।
সম্প্রতি এমনই এক বিমান হামলায় বিধ্বস্ত দামাস্কাসের তিসহারিন এলাকা। প্রায় ৩২ জনের মৃত্যু হয়েছে এই বিমান হানায়। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ি।
সেখানে উদ্ধারকাজ চালাতে গিয়ে কান্নার আওয়াজ শুনেছিলেন উদ্ধারকারীরা। উৎসের সন্ধান করলেই তারা দেখতে পান ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে রয়েছে বছর তিনেকের ফুটফুটে একটি শিশু। তৎপরতার সঙ্গে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা।
আশ্চর্যের বিষয় সামান্য কিছু আঘাত ছাড়া তেমন বড় কিছু হয়নি শিশুটির। এমন সময়ই হয়তো বলা যায় : রাখে আল্লাহ মারে কে? নিরাপত্তা রক্ষীদের উদ্ধারের সেই ছবি এখন সোসাল মিডিয়ায় ভাইরাল।