ক্রাইমবার্তা রিপোট:একটি ভাষা, যে ভাষার মধ্যে লুকিয়ে আছে রক্ত, হাসি, কান্না, ভালোবাসা, অহংকার। সেই ভাষাই বাংলা ভাষা। বিশ্বের কোন জাতি মায়ের ভাষার জন্য রক্তক্ষয়ী আন্দোলন করেনি। বাঙালি জাতি একমাত্র জাতি, যারা মায়ের ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে।
তাইতো এই জাতি তার মনের ভেতরের লুকানো ভালোবাসা এক এক ভাবে প্রকাশ করে। কখনো মানব পতাকা আবার কখনো মানব শহীদ মিনার নির্মাণের মধ্য দিয়ে। তেমনি মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে রাজশাহী কলেজ মাঠে একটি মানব শহীদ মিনার তৈরি করা হয়। এ শহীদ মিনার তৈরি করেছে কলেজের ৬০০ শিক্ষার্থী মিলে এই শহীদ মিনার তৈরি করা। এটা ১৫ মিনিট স্থায়ী ছিল।
শিক্ষার্থীরা বলেন, এটি বিশ্বের সব চেয়ে বড় মানব শহীদ মিনার। আমরা গত ১৪ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর আগে বড় ভাইয়েরা মানব পতাকা করে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, রাজশাহী কলেজ সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই এসে বলে, তারা শহীদ মিনার তৈরি করবে। গত বছর আমরা মানব পতাকা তৈরি করেছি। এবার শিক্ষার্থীরা মানব শহীদ মিনার তৈরি করল।