পাশের জেলা বগুড়ার রহমাননগর এলাকায় বাসা কাম গরীব শাহ ক্লিনিক থেকে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গাইাবান্ধায় নিয়ে যায় পুলিশ।
এর বগুড়ায় কাদের খানের মালিকানাধীন পত্রিকা দৈনিক উত্তরের খবরের সম্পাদক আবদুস সালাম বাবু জানিয়েছেন, স্যারকে গ্রেফতার করার সময় কারণ জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে কোনো কিছুই বলেননি। আমি মনে করি, স্যারকে হয়রানি করার উদ্দেশ্য নিয়ে পুলিশ নিয়ে গেছে।
এর আগে গত চার দিন ওই বাসাতেই নজরদারিতে ছিলেন কাদের খান।
রংপুর অঞ্চলের ডিআই খন্দকার গোলাম ফারুখ বলেন, লিটন হত্যা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধা পুলিশের একটি দল বগুড়া পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে এমপি লিটনের ওপর গুলি চালায় অজ্ঞাত সন্ত্রাসীরা। আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।