বাচ্চাদের মাকড়সা খাওয়া সেখালেন জোলি (ভিডিওসহ)

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:হ্যাঁ মাকড়সা! মাকড়সা মানে রীতিমত ভয়ঙ্কর মাকড়সা ট্যারেন্টুলা। আর এই আস্ত ট্য়ারেন্টুলা খেয়ে ফেললেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

শুধু নিজে খাননি, মাকড়সা খাওয়ালেন নিজের ছেলে মেয়েদেরও। কম্বোডিয়ায় গিয়ে এমনই ঘটনা ঘটালেন তিনি।

বাচ্চাদের মাকড়সা খাওয়া সেখালেন জোলি (ভিডিওসহ)

তবে কেন হঠাৎ সব কিছু ছেড়ে এই রকম ভয়ানক ট্যারেন্টুলা খেয়ে নিলেন তিনি ? প্রশ্ন উঠতেই পারে। তাহলে রহস্যের পর্দা সরিয়ে জানিয়ে রাখি, নিজের আসন্ন ছবি ‘ফার্সট দে কিল্ড মাই ফাদার’ ছবির প্রচারের জন্য মাকড়সা খয়ে ফেললেন ব্র্যাড পিটের প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা।

তবে হ্যাঁ জীবন্ত ট্যারেন্টুলা মাকড়সা নয়। মাকড়সাকে রীতিমত রান্না করে নিয়ে তারপরই খেয়েছেন অ্যাঞ্জেলিনা। মাকড়সা রান্নাও করেছেন নিজের হাতে। রান্নার পর তা পরিবেশন করেছেন নিজের বাচ্চাদের। খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদের মাকড়সা খাওয়া সেখালেনও অ্যাঞ্জেলিনা।

তার সন্তান ম্যাডক্স, শিলোহ, প্যাক্স ,জাহারা সবাই মিলে ২০০১ সালে প্রথম বার পোকামাকড় খান বলে জানিয়েছেন অ্যাঞ্জেলিনা। তাই এই অ্যাঞ্জেলিনার বাচ্চাদের পোকামাকড় খাওয়ার অভ্যেস রয়েছে বলা যায়। তাই কম্বোডিয়ায় মাকড়সা খাওয়া নতুন কোনও অভিজ্ঞতা নয় তাদের কাছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।