তারেক মাসুদ-মিশুক মুনীরের মৃত্যুতে বাসচালকের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোট:সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তাকের মাসুদ এবং এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ ৫ জন নিহতের মামলায় বাসচালক জামিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ 4রায় ঘোষণা করেন।

এর আগে গত রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবিরের আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।

ওইদিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাসচালক জামির হোসেনের জামিন বহাল রাখেন।

২০১২ সালের ১৬ এপ্রিল মামলাটি বিচারিক আদালতে আসার ৫০টিরও বেশি কার্যদিবসে ৩৯জন  সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এদের মধ্যে রাষ্ট্রপক্ষে ২৪জন ও আসামিপক্ষে ২জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। মামলায় আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করা হয়।

২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ ৫জন নিহত হন।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।