পরকীয়ার জের গাজীপুরে এক রশিতে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, গাজীপুরে পরকীয়ার জের ধরে একই রশিতে গলায় ফাঁস লাগিয়ে এক প্রেমিক ও তার প্রেমিকা আত্মহত্যা করেছে। পুলিশ একটি ঘর থেকে ঝুলন্ত ওই দু’জনের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো কুড়িগ্রামের উলিপুর থানার সদুল্লা এলাকার গোলাম বারীর ছেলে সাজেদুল ইসলাম (৩০) এবং ঝালকাঠি সদর উপজেলার পিপিলিকা এলাকার হানিফ হাওলাদারের মেয়ে হনুফা বেগম (২২)। তারা দু’জনই পোশাক কারখানার কর্মী।  65

জয়দেবপুর থানার এসআই মোঃ আব্দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর (৩৬ নং ওয়ার্ড) মোঃ মনির হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কামারজুরি এলাকার ডা. শাহ আলমের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে প্রায় ৪ বছর ধরে ভাড়ায় থাকে সাজেদুল ইসলাম। পার্শ্ববর্তী বাদেকলমেশ^র এলাকার সেলিমের বাড়িতে ভাড়ায় থাকতো এক সন্তানের জননী হনুফা বেগম। তারা দু’জনই স্থানীয় পোশাক কারখানায় চাকুরী করে। চাকুরীর সুবাদে তাদের মধ্যে পরিচয় ও পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। গত এক মাস আগে একমাত্র সন্তানকে নিয়ে সাজেদুলের স্ত্রী গ্রামের বাড়ি বেড়াতে যান। এ সুযোগে সাজেদুল ও হনুফা আরো ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে থাকে। মঙ্গলবার সকালে মোবাইল ফোনে খবর পেয়ে হনুফা তাদের বাসা থেকে সাজেদুলের বাসায় যায়। ওইদিন সন্ধ্যার দিকে আলমগীর নামের এক বন্ধু সাজেদুলের বাসায় গিয়ে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিলে তা খুলে যায়। এসময় সে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে একই রশিতে সাজেদুল-হনুফার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে দু’জনের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।