ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:পালিত হলো নায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী। গত ১৭ ফেব্রুয়ারি মান্নার উত্তরার নিজ বাসভবন ‘কৃতাঞ্জলি’তে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় চলচ্চিত্রের তারকা শিল্পীরা উপস্থিত হয়ে মান্নাকে নিয়ে স্মৃতিচারণা করেন।
মান্না ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও মান্নার সহধর্মিনী শেলী মান্না। এ সময় উপস্থিত ছিলেন নায়ক ইলিয়াস কাঞ্চন, ওমর সানী, অমিত হাসান, জায়েদ খান, আমিন খান, ইমন, নায়িকা চম্পা, মৌসুমী, সাথী, দিঘী, অভিনেতা আহমেদ শরীফ, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, শিবা শানু, দীপুল দেওয়ান, মাসুম বাবুল, আন্না ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ। অনুষ্ঠানে মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাসও উপস্থিত ছিলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মান্না চলচ্চিত্রের জন্য অনেক করেছেন। কিন্তু আমরা মান্নার জন্য কিছুই করতে পারিনি। মিসেস শেলী মান্না তার স্মৃতি উজ্জীবিত করে রেখেছেন। জাতীয়ভাবে তাকে স্মরণ না করা দুঃখজনক।’
আবেগালুপ্ত কণ্ঠে মৌসুমী বলেন, ‘দেখতে দেখতে নয় বছর চলে গেল, কিন্তু মান্না ভাইয়ের শূন্যতায় চলচ্চিত্রের তি পূরণীয় নয়। তিনি চলচ্চিত্রের অনেক করেছেন। সেই তুলনায় যথাযথ সম্মানটুকু পাননি।’
মান্না ফাউন্ডেশন চেয়ারপার্সন মিসেস শেলী মান্না বলেন, ‘মান্না কি শুধু আমাদের। মান্না এদেশের চলচ্চিত্রের উন্নয়ন কত বড় ভূমিকা রেখে গেছে, তা জাতি জানে। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখব।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকস্মিক নায়ক মান্না মৃত্যুবরণ করেন।