ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়া ৪০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন ২০১৭ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতীহিন ভাবে এই ভোট গ্রহন চলে। ভোট চলাকালিন সময়ে ৩য় শ্রেণী হতে ৫ম শ্রেণী পর্যান্ত ২৩ জন ছাত্র /ছাত্রী প্রার্র্থীর মধ্যে ৯ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী প্রতিদ্বন্ধিতা করেন এবং ৪৪৩ টি ভোটের মধ্যে ২২৫টি ভোট কাষ্ট হয়ে ৭জন ছাত্র/ছাত্রী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তার মধ্যে ৩য় শ্রেণীর ছাত্র তানজিমুর রহমান (রোল ৫) সর্বচ্ছ ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্র্থীরা হল ৩য় শ্রেণীর ছাত্রী নোসাইবা শারমিলি (রোল-১১১) ১৩৮ ভোট ও ছাত্র আবদুল্লাহ আল মাহমুদ (রোল-১১) ৪৫ ভোট। ৪র্থ শ্রেণীর ছাত্রী রাইসা মাহজাবিন (রোল-১১) ১২৮ ভোট ও ফাইম সিদ্দিক (রোল-৪) ৭৮ ভোট। এবং ৫র্ম শ্রেণীর ছাত্র ওয়াফা আল আফনান (রোল-১১) ১৪৮ ভোট ও রুকাইয়া কুলসুুম (রোল-১) ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন চলাকালিন সময়ে নির্র্বাচন কমিশনের দ্বায়ীত্ব পালন করেন ৫র্ম শ্রেণীর ছাত্র রাহাত মারশাফি। প্রিজাইডিং অফিসার নিহিমা তাবাসসুুম ৩য় শ্রেণী, ফারিয়া আফরিন ৪র্থ শ্রেণী ও আদনান আদিব ৫র্র্ম শ্রেণী। এছাড়া পোলিং অফিসার মেহেদী হাসান ৩য় শ্রেণী, আরিফুজ্জামান ৩য় শ্রেণী, হাসান আজিজ ৪র্থ শ্রেণী, জাহিন বিন আফতার ৪র্থ শ্রেণী এবং ফারজানা ইয়াসমিন ৫র্ম শ্রেণী ও ফুহাদ সালিম ৫র্র্ম শ্রেণী। আগামী ১বছরের জন্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্র্শন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরাফাত হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবি মল্লিক, স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি দিলশাদ পারভীন, সদস্য লাকি মোশারফ, রেশমি রেজা, আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, স্কুলের সহকারি শিক্ষক রবিউল ইসলাম, সহ-শিক্ষিকা সুলতানা কামরুন নেছা, স্কুলের জমিদাতা ওলিয়ার রহমান,সহ-শিক্ষিকা সাহিদা খাতুন, ফেরদৌসী পারভিন, লাসমিনা খাতুন, শিরিনা সুলতানা, সৈয়দা রিক্তা খানম, আনোয়ারা খাতুন, নাসরীন সুলতানা, তহমিনা সুলতানা, ডোনার সদস্য এমএ হাকিম সবুজ, কাজী সাঈদুজ্জামান সাঈদসহ অভিভাবক ও ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …