ক্রাইমবার্তা রিপোট:শাহ আলম,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২ গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানা অফিসার ইনচার্জ খ.মো.আখেরুজ্জামান।
মামলা সূত্রে জানাযায়, উপজেলার রাজাফৈর গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে হানিফ(২৩)ও পারখী গ্রামের আলা উদ্দিনের ছেলে মিজান দীর্ঘদিন যাবৎ গোপনে পাইকারী ও খুচরা গাঁজা বিক্রি করে আসছে।
কালিহাতী থানার এসআই কতুব উদ্দিন ও এসআই সাইদুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাসিন্দা মোড়ে চেকপোষ্টের মাধ্যমে তল্লাশী চালিয়ে প্রায় আড়াইশ গ্রাম গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …