ক্রিকইনফোর বর্ষসেরাদের তালিকায় ৬ বাংলাদেশী

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ছয় বাংলাদেশী। ক্রিকেটের তিন (ওয়ানডে, টেস্ট ও টি-২০) ফরম্যাটের ৬ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য প্রাথমিকভাবে ৬ বাংলাদেশী মনোনয়ন পেয়েছেন।

আজ  (শুক্রবার) রাত সাড়ে ৯টায় ঘোষণা করা হবে পুরস্কার বিজয়ীদের নাম।

২০১৬ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বর্ষসেরার তালিকা তৈরি করা হয়েছে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশ থেকে রয়েছেন তামিম ইকবাল।

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৪ রান করেন। এছাড়া দ্বিতীয় ইনিংসেও মূল্যবান ৪০ রান করেন তামিম। তবে ১০৪ রানের ইনিংসটি মনোনয়নে জায়গা পেয়েছে।

টেস্ট বোলিংয়ে মনোনয়ন পেয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মোট ১২ উইকেট লাভ করেন মিরাজ। তার দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে জয় পায় বাংলাদেশ। টেস্টে সেরা বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারদের পুরস্কারের মনোনয়নও পেয়েছেন মিরাজ।

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের কেউ নেই। তবে বোলারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সীমিত পরিসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বল করেন মাশরাফি। মাত্র ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয়ে ভূমিকা রাখেন মাশরাফি। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

টি২০-তে ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন দুই বাংলাদেশী। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে ৮০ রান করে মনোনয়ন পেয়েছেন সাব্বির রহমান।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের গুরুত্বপূর্ণ ২২ রানও জায়গা করে নিয়েছে। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

এছাড়া টি২০’র সেরা বোলারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমান। গত বছর টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। দুর্দান্ত এই বোলিংয়ের কারণে মনোনয়ন পেয়েছেন এ কাটার মাস্টার।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।