ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:দেখতে দেখতে মিডিয়াতে পথচলার একযুগ হয়ে গেলো অভিনেত্রী নওরিন খান জেনির। ২০০৫ সালে একটি বিজ্ঞাপনে মডেল হবার মধ্যদিয়ে অভিষেক ঘটেছিল তার। এরপর বহু নাটক ও বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হয়ে জেনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন অভিনেত্রী হিসেবে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজেকে নন্দিত একজন অভিনেত্রীতে পরিণত করেছেন। নানান ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে জেনির অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ভালো স্ক্রিপ্ট, ভালো চরিত্রে কাজ করার আগ্রহের কারণে কাজও করছেন বেছে বেছে। যে কারণে তিনি যে কাজগুলো এখন করছেন তাতে সন্তুষ্ট তিনি। মিডিয়াতে একযুগের পথচলায় নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট কি-না, এমন প্রশ্নের জবাবে জেনি বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি একজন অভিনেত্রী হতে পেরেছি এবং আমার অবস্থান নিয়ে অবশ্যই সন্তুষ্ট। অন্যকোন দেশে আমার জন্ম হলে সেখানে হয়তো একজন অভিনেত্রী হতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হতো। কিন্তু এখানে নিজের চেষ্টায় মেধাকে কাজে লাগিয়ে অভিনয়কে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যে কারণে আমার অভিনয়ে দর্শক মুগ্ধ হয়েছেন। তারা আমার অভিনীত নাটক দেখেছেন। দর্শক আমাকে যে পরিমাণ ভালোভাসেন তা সত্যিই কৃতজ্ঞ হওয়ারই মতো। কিন্তু আক্ষেপ আমার এখানেই যে আমি, আমরা এখন ভালো স্ক্রিপ্ট পাইনা, যে মন দিয়ে অভিনয় করবো।’
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …