SAMSUNG CAMERA PICTURES

ড্রেনের অভাবে রাণীশংকৈল পৌর রাস্তার বেহাল অবস্থা

ক্রাইমবার্তা রিপোট:রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের প্রাণকেন্দ্র পলাশ মার্কেট সংলগ্ন অমল চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তার বেহাল অবস্থা। জনদুর্ভোগ চরমে অস্বস্তি লোক চলাচলে। কাঠফাটা রোদ ফাল্গুনের ভরা

SAMSUNG CAMERA PICTURES

যৌবন। বইছে হাওয়া আকাশে নেয় কোন মেঘ রাশি। গাছে গাছে ফুলের সমারোহ, পাখির কন্ঠে মিষ্টি ডাক। ফাগুনের ভরা যৌবনে সবার মনে ফুরফুরে আমেজ বিরাজমান। কিন্তু পৌরশহরের এ রাস্তা চলাচলের সময় সব আনন্দ যেন নিমেষেই হারিয়ে যায়। আশপাশের বাসা বাড়িগুলোতে সাংসারিক কাজে ব্যবহার পানি রাস্তার উপর দখলদারিত্ব করছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে এ সব পানি নিস্কাসন হতে পারছে না। রাস্তার উপর পানি জমে শুধু লোক চলাচলে অসুবিধা হচ্ছে না, নষ্ট হচ্ছে কোটি টাকা ব্যায়ে নির্মান করা পাকা রাস্তা। পানি জমে থাকার ফলে রাস্তার পিচ নষ্ট হয়ে যাচ্ছে। খাল খন্দরে পরিণত হয়ে মানুষ চলাচলে চরম অসুবিধার সৃষ্টি হচ্ছে। যান চলাচলের সময় জমে থাকা পানি ছিটকে মানুষের শরীরে পড়ছে। এতে পরিবত্র জামা কাপড় নোংরা হচ্ছে। ভোগান্তিতে পড়ছে এলাকার সর্বস্তরের মানুষ। দুলাল হোসেনের সাথে কথা হলে সে জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিক সময়ে নজর দিলে এসব সমস্যায় পড়তে হয়না। ড্রেনেজ ব্যবস্থা থাকলে রাস্তার উপর পানি জমে এসব ক্ষতি হতে পারতো না।
এ ব্যাপারে মেয়র আলমগীর সরকার বলেন, খুব শিঘ্রই ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ করা হবে। তখন আর এসব সমস্যা থাকবে না। তবে নিজ নিজ বাসা বাড়িতে পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে এ সব সমস্যার সৃষ্টি হবে না।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।