ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে তারা। ৪ ওভারে মাহমুদুল্লাহ শিকার করেছেন ৩টি উইকেট। এর সুবাদে ম্যান দ্য ম্যাচ হয়েছেন এই স্পিনার।
টসে জিতে প্রথমে বোলিং করা সিদ্ধান্ত নেয় কোয়েটা। কিন্তু কুমার সাঙ্গাকারা ও বাবর আজম চমৎকার সূচনা এনে দেন করাচিকে। উদ্বোধনী জুটি থেকে আসে ৬৩ রান। এই জুটি ভাঙেন মাহমুদুল্লাহ রিয়াদ।
অষ্টম ওভারের শেষ বলে সাঙ্গাকারাকে ক্রিজ থেকে বের হয়ে এসে মারতে গিয়ে বল মিস করে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়েন।
এরপর দলীয় ৭৭ রানে বাবর আজম ও ৯৪ রানের মাথায় শোয়েব মালিককেও ফেরান এই ডানহাতি স্পিনার। ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনিই।
মাহমুদুল্লাহর স্পিন ফাঁদে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ভালো সূচনাটা ধরে রাখতে পারেনি করাচি। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে করে ১৫৪ রান।
ব্যাট করতে নেমে ১৫৫ রানের টার্গেট ১৯ ওভারেই অতিক্রম করে কোয়েটা। আর এই জয়ের মাধ্যমে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
বল হাতে ২১ রানে ৩ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪ বলে ৮ রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ।