আন্দোলন ও সংগ্রাম ছাড়া কোন বিজয় আসেনা : কাদের সিদ্দিকী

ক্রাইমবার্তা রিপোট: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক এমপি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যেশ করে বলেছেন, আবার যদি আপনি ভোট ছাড়া ক্ষমতায় আসতে চান তাহলে আপনি শ্বৈরাচার নেত্রী হিসেবে আখ্যায়িত হবেন। দেশের মানুষ আর আপনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মনে করবেন না এমনকি ভালও বাসবেন না। তিনি আরও বলেন, ভোট ছাড়া এমপি হয়েছে টাঙ্গাইলের ছানোয়ার। এই জন্য বিনা ভোটে নির্বাচিত মন্ত্রী ওবায়দুলের হাতে চর থাপ্পর খেয়েছেন ছানোয়ার এমপি।23
রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের উদ্যোগে হাটুভাঙ্গা বংশাই স্কুল এন্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বঙ্গবীর বলেন, হাজার হাজার বাঙালি কঠোর আন্দোলন ও সংগ্রাম করেছিল বলেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজির রহমান আগরতলার ষড়যন্ত্রমূলক ও মিথ্যা সাজানো মামলা থেকে নিঃশর্ত ভাবে মুক্তি পেয়েছিলেন। আন্দোলন ও সংগ্রাম ছাড়া কোন বিজয় আসেনা। অনেক আন্দোলন সংগ্রাম এবং বহু রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালের পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিলম। তাই দলকে ক্ষমতায় নিতে ও টিকিয়ে রাখতে হলে আগামীতে প্রতিটি নেতাকর্মীকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে।

মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতালীগের মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস, কৃষক শ্রমিক জনতালীগের সখীপুর উপজেলার সভাপতি আতোয়ার রহমান, জেলা কৃষক শ্রমিক জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গাফ্ফার গফুর, সহ সভাপতি আব্দুল হালিম সিকদার লাল, সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, কৃষক শ্রমিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক প্রমুখ।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।