ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলাদেশে একই সাথে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালনায় খুব কম সংখ্যক নারী কাজ করেন। যারা এই তিনটি দিকেই কাজ করেন, তাদের একজন কাজী নওরীন। যিনি নিজে বাজিয়ে নিজের গান তৈরি করেন।
এছাড়া অন্য শিল্পীদের জন্য করেন সংগীত পরিচালনা। গিটার, ড্রাম, কিবোর্ড, দোতারাÑ এমন নানা ধরণের বাদ্যযন্ত্র বাজাতে পারেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে সুরকার-সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী কাজী নওরীনের ‘অন্তর জমিন’ শীর্ষক একটি সিঙ্গেল।
গানটি লিখেছেন এন আই বুলবুল। প্রযোজনা প্রতিষ্ঠান সংঙ্গীতা থেকে গানটি প্রকাশিত হয়েছে বলে জানান নওরীন। নওরীন আরও বলেন, ‘ভাষা ও ভালোবাসার মাসে এই গানটি শ্রোতাদের মনে প্রেম জাগাবে। গানটির কথাগুলো ফোক ধাঁচের। সুর ও সংগীতে নতুনত্ব রেখেছি।’
এদিকে নওরীন বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া নিজের গানের পাশাপাশি বিভিন্ন শিল্পীর জন্যও গান করছেন। উল্ল্যেখ, এর আগে এন আই বুলবুলের কথায় কাজী নওরীনের ‘নির্ঘুম কোনো রাতে’ শীর্ষক গানটি শ্রোতাদের মধ্যে দারুন সাড়া ফেলে।