ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ান সংশ্লিষ্টতার প্রমাণ চায় ৫৩ ভাগ আমেরিকান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নালের পরিসংখ্যানে এই তথ্য উঠে আসে।
পুলে দেখা যায়, বেশিরভাগ আমেরিকান প্রত্যাশা করেন ট্রাম্প টিমের সঙ্গে রাশিয়ান সংশ্লিষ্টতা প্রমাণিত হবে। ২৫ ভাগ বলেছেন তাদের কোন প্রমাণের প্রয়োজন নেই। ২১ ভাগ আমেরিকান এই বিষয়ে কোন মতামত দেন নি।
অন্যদিকে ডেমোক্রেটিক দলের মধ্যে ৮০ ভাগ এই তদন্তের পক্ষে মত ব্যক্ত করেছেন। ২৫ ভাগ রিপাবলিকানও একই কথা বলেছেন। বাকি ৫৫ ভাগ রিপাবলিকান ও ডেমোক্রেট বলেছেন, এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। সিনেটের তদন্ত সংস্থা ও সিনেট বিচারবিভাগীয় কমিটি জানায় তারা নির্বাচন ও ট্রাম্পের উপদেষ্টাদের সঙ্গে রাশিয়ান সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন।
পুলে ৫৪ ভাগ আমেরিকান মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপের বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখার কথা বলেছেন। ২৯ ভাগ বলেছেন তারা এটি চান না। এই পরিসংখ্যানে দেখা গিয়েছে, ৩৪ ভাগ আমেরিকান মনে করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ৩২ ভাগ এই বিষয়ে কোন মতামত জানান নি। ২৯ ভাগ মনে করেন ট্রাম্প-পুতিন সম্পর্ক অতটাও বন্ধুত্বপূর্ণ নয়।
এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল ১৪-২৩ ফেব্রুয়ারি এক হাজার মানুষের ওপর এই পরিসংখ্যান চালায়।
সূত্র: দ্য হিল