ক্রাইমবার্তা রিপোট: দফায় দফায় গ্যাসের দামবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আগামী মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান আজ এক বিবৃতিতে এ কথা জানান।
সংবাদমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে ডা. শফিক বলেন, ‘সরকার আগামী ১ মার্চ ও ১ জুন দু’দফায় গ্যাসের মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক। এর মাধ্যমে দেশের দরিদ্র ও সাধারণজনগণের অর্থনৈতিক দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে তারা। গ্যাসের মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত দরিদ্র ও সাধারণ জনগণের প্রতি মরার ওপর খড়ার ঘা। সরকারের এ অন্যায় সিদ্ধান্তে দেশের গোটা অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। দরিদ্র ও সাধারণ জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়বে। সরকারের এ সিদ্ধান্তে জনগণ বিক্ষুব্ধ।’
ডা. শফিকুর রহমান আরো বলেন- ‘গ্যাসের মূল্যবৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’