ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। ধর্মঘটের কারনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে আসতে পারেনি। ফলে রোববার অচল ছিল ক্যাম্পাস ।
ক্যাম্পাস ঘুর দেখা যায়, রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনসহ অধিকাংশ ভবনের কক্ষ ছিল তালা বদ্ধ। ক্যাম্পাস থেকে কুষ্টিয়া-ঝিনাইদহগামী কোন পরিবহন ছেড়ে যায়নি। কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে কোন পরিবহন ছেড়ে আসেনি। ফলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে আসতে পারেনি। ধর্মঘটের কারনের কোন বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পুরা ক্যাম্পাস ছিল শিক্ষার্থী শূণ্য।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেন,‘আমাদের ক্যাম্পাস পরিবহন নির্ভর হওয়ায় বাস চলাচল বন্ধ থাকলে ক্যাম্পাস অচল হয়ে পড়ে। পরিবহন চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছি।’