ক্রাইমবার্তা রিপোট:শেখ কামরুল ইসলাম : শহরের কামাল নগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১৪দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে কামাল নগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সদর নবদিগন্ত সংস্থার আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জহুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, প্রশিক্ষক সেলিনা পারভীন, হুমাউন কবির, আবুল কালাম, মাঠ সংগঠক রুহুল আমিন, অনুপম কুমার দাস প্রমুখ। উল্লেখ্য যে ১৪ দিন ব্যাপী প্রশিক্ষনে ৫০ জন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন গ্রহন করেন।
