গাজীপুরে নদীর পাড়ে বালুর নীচ থেকে শ্রমিকের লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা ঃ গাজীপুরে তুরাগ নদীর পাড়ে বালুর নীচ থেকে এক শ্রমিকের লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম  আব্দুল হামিদ (৫৫)। ময়মনসিংহের ফুলপুর থানার লাউয়াইর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। হামিদ গাজীপুর সিটি কর্পোরেশনের বাইমাইল এলাকার আহসান উল্লাহ ব্রিকস নামের ইটভাটার শ্রমিক ছিল।
,
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ির পুলিশ ফাঁড়ির সহকারী এএসআই রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় বাজার করার জন্য হামিদ ইটভাটা থেকে পাশর্^বর্তী কড্ডা বাজারের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। পরে রবিবার স্থানীয় শ্রমিকরা তুরাগ নদীর পাড়ের ঢিবি থেকে বালু অন্যত্র সরিয়ে নেয়ার সময় বালুর নীচে হামিদের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শক্রতার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলেও জানা তিনি।

Check Also

গণসংযোগ পক্ষ কর্মসূচি নিয়ে তৎপর সাতক্ষীরা জামায়াত

আবু সাইদ বিশ্বাস, ক্রাইমবাতা রিপোট, সাতক্ষীরা:  ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিবাদমুক্ত দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।