আফগান তালেবান নেতা আখুনজাদার বৃক্ষ প্রেম

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণকে পরামর্শ দিয়েছেন। এক বিবৃতিতে মি আখুনজাদা আফগান জনগণ এবং তালেবান যোদ্ধাদের অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লাহর সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান।’’26

পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরণের বিবৃতি বিরল। এখন পর্যন্ত একমাত্র যে কৃষিকাজের সাথে তালেবানের সংশ্লিষ্টতার কথা শোনা যায় তা হলো অবৈধ আফিম চাষ। তবে মি আখুনজাদা, যিনি গত বছর মে মাসে তালেবানের নেতৃত্ব নিয়েছেন, তিনি সামরিক নেতার চাইতে ধর্মীয় নেতা হিসাবেই বেশি পরিচিতি।

তালেবানের এই হঠাৎ বৃক্ষ-প্রেম নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র শাহ হোসেন মোতোয়াজি বলেছেন জনগণকে ধোঁকা দিতে তালেবানের এই বিবৃতি। তিনি বলেন, তালেবান তাদের ‘‘অপরাধ এবং ধ্বংসযজ্ঞে’’র দিক থেকে নজর ঘোরাতে চাইছে। সূত্র: বিবিসি

Check Also

ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রোববার রাতে একযোগে অন্তত ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।