চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ‘গণধর্ষণ’

ক্রাইমবার্তা রিপোট:চাকরির প্রলোভন দেখিয়ে গাজীপুর শ্রীপুরের গজারি বনে নিয়ে এক তরুণীকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় চার ব্যক্তির নামে মামলা করেছেন।

আজ সোমবার দুপুরে ওই তরুণী গণধর্ষণের বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলার আসামিরা হলেন শ্রীপুর উপজেলার ডালেশ্বর গ্রামের রাশেদুল (২২), রফিকুল (২৩),  সেলিম (১৮) ও আবুল হোসেন (২৬)।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কয়েক দিন ধরে কয়েকজন বখাটে যুবক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে মুঠোফোনে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই তরুণীকে প্রলোভন দেখিয়ে আসছিলেন। তাঁদের প্রলোভনে পড়ে ওই দুই তরুণী গত শনিবার শ্রীপুর রেলস্টেশনে আসেন। এ সময় বখাটেরা কৌশলে তাঁদের স্থানীয় সাতখামাইর এলাকার ডাকাত ভিটার গজারি বনে নিয়ে যান। সেখানে চার যুবক তাঁদের ধর্ষণের চেষ্টা করলে এক তরুণী পালিয়ে যান। পরে যুবকরা অপর তরুণীকে ধর্ষণ করেন।

ওসি জানান, এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন ওই তরুণী। এ ব্যাপারে তিনি আজ আদালতে জবানবন্দি দিয়েছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানান তিনি।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।