পহেলা মার্চ থেকে বরেন্দ্র ও খুলনা মেল চিলাহাটি থেকে সরাসরি চলবে।

ক্রাইমবার্তা রিপোট: ,ডোমার (নীলফামারী) সংবাদদাতা ঃ 16নীলফামারী বাসীর আরেকটি প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ১মার্চ থেকে রাজশাহী গামী  বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনখানি নীলফামারী থেকে  চিলাহাটি পর্যন্ত যাত্রা শুরু করবে। রেলওয়ে সূত্র জানা গেছে,৭৩১ বরেন্দ্র এক্সপ্রেস দুপুর ৩টায় রাজশাহী থেকে ছেড়ে ৯ টা ২০ মিনিটে চিলাহাটী পৌছবে। ভোর ৫টা ৫০ মিনিটে চিলাহাটী থেকে ছেড়ে দুপুর ২ টায় রাজশাহী পৌছবে। অপরদিকে খুলনা রকেট মেল খুলনা থেকে ছেড়ে ১২.৩০ মি. চিলাহাটি পৌছবে এবং চিলাহাটি থেকে সকাল ৭ টায় খুলনা উদ্দেশ্য ছেড়ে যাবে। চিলাহাটি হতে বর্তমানে তিনটি ট্রেন চলাচল করছে, খুলনা রকেট মেল, ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহী থেকে তিতুমীর এক্সপ্রেস। এই রুটে আন্তনগর ট্রেন চলাচলের জন্য ২০১১ সালে ১৬০ কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর-চিলাহাটি রেলসড়ক পূর্নবার্সন ও মেরামতের প্রকল্প হাতে নেয়ওয়া হয়। চিলাহাটি থেকে আন্তঃনগর সব ট্রেন ছেড়ে যাওয়ার জন্য চিলাহাটিতে ওয়াস ফিট স্থাপন, লাইন সম্প্রসারণ ও অবকাঠামো তৈরিসহ যাবতীয় কাজ সম্পন্ন করা হয়। সৈয়দপুর থেকে চিলাহাটি পর্যন্ত ৬২ কিলোমিটার রেলপথ ও চিলাহাটি, মির্জাগঞ্জ, ডোমার, তরুনীবাড়ী, নীলফামারী, নীলফামারী কলেজ, দারোয়ানি ও সৈয়দপুর ষ্টেশন নতুনভাবে অবকাঠামো নির্মাণ ও সংস্কার করা হয়। ২০১৫ সালের ২৮ জানুয়ারী রেলমন্ত্রী মজিবুল হক বহুল প্রত্যাশিত ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটীতে উদ্ভোদন করে। এ বছরের ২৪ জানুয়ারী আমদানি করা ইন্দোনেশিয়ান লাল সবুজ এমজি কোচ দিয়ে নতুন বগি নতুন ইঞ্জিন নিয়ে চালু হয় নীলসাগর এক্সপ্রেস। যেহেতু সকল সুবিধা বিদ্যমান রয়েছে সেহেতু খুলনাগামী রূপসা সীমান্ত এবং রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেক্স চিলাহাটি থেকে চালু করার দাবী ছিল এলাকাবাসীর।অবশেষে এলাকাবাসীর প্রত্যাশার একধাপ পূরন হতে যাচ্ছে।ট্রেন চালু হওয়ার খবর শুনে চিলাহাটি, ডোমার, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, ডিমলা ও আশপাশ এলাকার মানুষ উচ্ছাসিত। এলাকাবাসী মনে করেন,সব আন্তনগর ট্রেন চালু হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে এবং সরকারের আয় বুদ্ধি পাবে। ঘটবে ব্যবসা বাণিজ্যের প্রসার এলাকায় জীবনযাত্রার মানোন্নয়ন ও অর্থনৈতিক পরিবর্তন আসবে।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।