ক্রাইমবার্তা রিপোট: ইবি সংবাদদাতা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতায় যৌথভাবে ১ম স্থান অধিকার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে ১ম স্থান হয়েছেন ইবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ইসমেত জেরিন বিনতে নিজাম। সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজক ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় ইবি থেকে ইসমেত জেরিন বিনতে নিজাম ও পিয়া শিকদার নামে দুই শিক্ষার্থী অংশগ্রহন করে। দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন বায়োটেনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্রী ইসমেত জেরিন বিনতে নিজাম। তার সাথে সম্মিলিতভাবে প্রথম হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশান। প্রতিযোগীতায় রানার্স আপ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।