এক মাসের সফরে শ্রীলঙ্কায় উড়াল দিল মুশফিকরা

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজে ভালো খেলার প্রত্যশায় সোমবার দুপুরে (২৭ ফেব্রুয়ারি) এক মাসের সফওে লঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-২০ ম্যাচ খেলবে।10

তবে সংয্ক্তু আরব আমিরাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য টেস্ট দলের সাথে যাচ্ছেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট দলের এই তিন তারকা পিএসএলের দ্বিতীয় আসর শেষ করে সরাসরি শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দিবেন। আগামী ৭ মার্চ প্রথম টেস্ট দিয়ে সফর শুরু হলেও ২ ও ৩ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুশফিকবাহিনী।

১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মাঠে নামবে উভয় দল। আর এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ।

টেস্ট সিরিজ শেষে ২২ মার্চ কলম্বোতে স্বাগতিকদের সাথে সীমিত ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর ঠিক দুই দিন বাদে ২৫ মার্চ ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।

টেস্ট, ওয়ানডে সিরিজ শেষে আগামী ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজের টেস্ট ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে। প্রথম দুটি ওয়ানডে দিবারাত্রির। শুরু হবে বিকাল তিনটা থেকে। শেষ ওয়ানডে ম্যাচটি সকাল ১০টায়। আর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।