প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো অস্কার হাতে নিলেন কোনো মুসলিম অভিনেতা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি।

‘মুনলাইট’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর মাহেরশালা আলি বলেন, ‘আমি সত্যিই গর্বিত এমন একটা সুযোগ পাওয়ার জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা, ধন্যবাদ পরিচালক বেরি জেনকিনসকে, ধন্যবাদ মুনলাইট লেখক ট্যারেল আলভিন ম্যাক-কেরেনি। সেইসাথে তিনি তার পরিবারকেও ধন্যবাদ জানান।’

এই ক্যাটাগরিতে আরো মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।