ধর্মঘট প্রত্যাহার, সন্ধ্যা থেকে যান চলবে

ক্রাইমবার্তা রিপোট:বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার এ ঘোষণা দিয়ে সন্ধ্যা ৭টা থেকে যান চলাচলের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।

সংগঠনটির ডাকে গত রোববার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটে ইঞ্জিনচালিত বাস, মিনি বাস, ট্রাক চলাচলসহ বিভিন্ন যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর নিহতের ঘটনায় সম্প্রতি বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।