প্রথম অস্কারজয়ী মুসলিম অভিনেতা মাহেরশালা আলি

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো অস্কার হাতে নিলেন কোনো মুসলিম অভিনেতা। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসরে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি।

‘মুনলাইট’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর মাহেরশালা আলি বলেন, ‘আমি সত্যিই গর্বিত এমন একটা সুযোগ পাওয়ার জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা, ধন্যবাদ পরিচালক বেরি জেনকিনসকে, ধন্যবাদ মুনলাইট লেখক ট্যারেল আলভিন ম্যাক-কেরেনি। সেইসাথে তিনি তার পরিবারকেও ধন্যবাদ জানান।’

এই ক্যাটাগরিতে আরো মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।