ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:এফডিসিতে চলছে ‘দুই রাজকন্যা’ ছবির শেষ লটের শুটিং। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ-জাহিদ (জাবেদ মিন্টু, জাহিদ হোসেন এ্যাপোলো)। এই ছবির মাধ্যমে আবারও সাপের চরিত্রে অভিনয় করছেন মুনমুন। তবে এই ছবির পর আর এমন চরিত্রে অভিনয়ের ইচ্ছে নেই বলে জানিয়েছেন ছবিটির মূল অভিনেত্রী মুনমুন। তিনি বলেন, এই ছবির মধ্যমে অনেক বছর পর আমি পোশাকি ছবিতে অভিনয় করছি। এই ছবিতে আমাকে সাপের চরিত্রে দেখা যাবে। এর আগেও আমি দুটি সাপের ছবিতে অভিনয় করেছি। এ ধরনের ছবিতে কাজ করতে ভালোই লাগে। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি সাপের চরিত্রে আর অভিনয় করব না। কেন সাপের চরিত্রে অভিনয় করবেন না জানতে চাইলে মুনমুন বলেন, এর আগে এই সিদ্ধান্তের কারণ হিসেবে মুনমুন বলেন, এক ধরনের চরিত্রে বার বার অভিনয় করলে দর্শকদের কাছে একঘেয়েমি চলে আসে। আমি দর্শকদের সামনে বিভিন্ন চরিত্রে নিয়ে হাজির হতে চাই। তা ছাড়া দুটি সাপের ছবি করেছিলাম, দুটিই হিট করেছে, এখন যদি হিট না দিতে পারি সেটা আমার ক্যারিয়ারের জন্য খারাপ হবে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …