ক্রাইমবার্তা রিপোট:কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মারা মারি ঘটনায় জড়িত করে মঙ্গলবার কালিহাতী থানায় পৃথক পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রের অভিভাবক ও দিন মজুর শ্রমিকের পিতা। ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আকবর হোসেনের বহিস্কারের দাবীতে স্কুলের ছাত্ররা ক্লাশ বর্জন তিন দিন ধরে দফায় দফায় মিছিল। এলাকায় ব্যাপক চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখছে।
জানাযায়, গত রবিবার সকাল ১০ টায় স্কুল চলাকালীন সময়ে প্রধান শিক্ষক আকবর হোসেনের নেতৃত্বে কতিপয় বহিরাগতরা খিলদা স্কুলের ক্লাসরুমে ঢুকে ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে বহিরাগত ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে স্কুলের ছাত্ররা প্রধান শিক্ষকের বহিস্কারের দাবীতে ক্লাশ বর্জন করে। পরে এদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১০মশ্রেনীর ছাত্র রনি, মমিন,মাসুদ,জুয়েল শিকদার শ্রমিক জয়নালসহ এতে প্রায় ৮/৯ জন আহত হয়। আহত জয়নাল(১৮) ও জুয়েলের (১৭) অবস্থা আংশকাজনক। পরে কালিহাতী থানার ওসি খ.মো. আখেরুজ্জামান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সোমবার সকাল ১১টায় ছাত্ররা বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্কুলের মাঠে জড়ো হয় । পরে তারা একত্র হয়ে বিশাল মিছিল ও মানববন্ধন করতে থাকলে সংবাদ পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ছাত্রদের শান্ত হতে বলেন এবং এ বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন।
এ ব্যপারে প্রধান শিক্ষক আকবর হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, গুরুত্বের সহিত তদন্ত করে ব্যবস্থা নেব। অফিসার ইনচার্জ খ.মো. আখেরুজ্জামান জানান, অন্যায়কারী যে হোক তাকে ছাড় দেওয়া হবেনা। মিছিলে অংশ নেওয়া ছাত্ররা জানান, আমাদের হেড স্যার সব সময় বহিরাগত লোকজন দিয়ে মারপিট করে থাকে। বার বার প্রতিবাদ করে কোন লাভ হয় নাই। আমরা তার বহিস্কার দাবী করি। এব্যাপারে সোমবার রাতে কালিহাতী থানায় পৃথক দুইটি অভিযোগ দায়ের করেছে স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রের অভিভাবক রশিদ বক্্র ও দিন মজুর শ্রমিকের পিতা আরশেদ আলী।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …