ক্রাইমবার্তা রিপোট:মোঃ আলাউদ্দীন,হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধিঃচট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটস্থ জম জম ফিলিং ষ্টেশন থেকে তানজির আহমেদ(২৮) নামে পুলিশের ইউনিফর্ম পরিহিত এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট,হ্যান্টকাপের কভার,পুলিশ লেখা ডায়েরী, মানিব্যাগ ও পুলিশের ভুয়া আইডিকার্ড উদ্ধার করা হয়। ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে জম জম সিএনজি ফিলিং ষ্টেশন থেকে তাকে আটক করা হয় বলে সূত্রে জানা গেছে।
মডেল থানা সুত্রে জানা যায়, আটককৃত তানজির আহমেদ বি.বাড়ীয়ার আখউড়ার জসিম উদ্দীনের পুত্র।
মডেল থানার এসআই জিয়া জানান, পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক ব্যক্তি নন্দীরহাটের জম জম সিএনজি ফিলিং ষ্টেশনে সিএনজি চালিত অটো রিক্সা থেকে চাদাঁ আদায় করার সময় ষ্টেশন থেকে থানা পুলিশকে খবর দিলে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করি কিন্তুু আটককৃত ব্যক্তি আমার প্রশ্নের কোন উত্তর দিতে না পারায় ভুয়া পুলিশ হিসেবে তাকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …