ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছা পৌরসভার শুটকি বাজারে আগুন লেগে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুনে তিনটি ঘর ও ঘরে থাকা ৩’শ কেজি চিংড়ি মাছ সম্পূর্ণ পুড়ে গেছে।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার মৎস্য আড়ৎদারী মার্কেটের পাশে রয়েছে কয়েকটি শুটকির ঘর। যেখানে বিভিন্ন প্রজাতির মাছ আগুনে শুকিয়ে তৈরী করা হয় সুস্বাদু শুটকি মাছ। যা দেশের বিভিন্নস্থানে রপ্তানি করা হয়। মঙ্গলবার মাছ শুকানোর সময় বেলা প্রায় ২ টার দিকে আকস্মিকভাবে ব্যবসায়ী অসিত হালদার ও কামাল হোসেনের শুটকি ঘরে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে পাশের নদী থেকে পানি এনে প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে আগুনে তিনটি শুটকি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মিভুত হয়ে যায়। অসিত হালদার জানান, ঘরে থাকা প্রায় ৩’শ কেজি চিংড়ি মাছ আগুনে পুড়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় দেড় লাখ টাকা এবং ঘরের মুল্য প্রায় এক লাখ টাকা। সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। মাছ শুকানো কাঠের আগুন থেকে সম্ভবত এ আগুন ধরতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
Check Also
সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …