ক্রাইমবার্তা রিপোট:সাতক্ষীরায় গতকাল রাতে প্রতিবেশী এক ব্যক্তির ‘কিল-ঘুষি’তে আবুল কালাম আজাদ নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলায় প্রতিবেশী এক ব্যক্তির ‘কিল-ঘুষি’তে প্রাণ হারিয়েছেন আবুল কালাম আজাদ নামের এক মুক্তিযোদ্ধা।
গতকাল সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে আজাদকে পেটানো হয়। পরে দিবাগত রাতের কোনো একসময় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, সদরের শ্রীরডাঙ্গি মোড়ে মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের এসএম ট্রেডার্স নামে রড-সিমেন্টের দোকান রয়েছে। ওই দোকানের বাকি পড়া টাকা আদায়ের জন্য তিনি তাঁর প্রতিবেশী মোমিনুর রহমানের কাছে তাগিদ দেন। সে সময় কথাকাটাকাটির একপর্যায়ে মোমিনুর ক্ষিপ্ত হয়ে তাঁর বুকে কয়েকটি ঘুষি মারেন। এতে আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় মোমিনুর, তাঁর ভাই ওয়াহিদুর, মুন্না হোসেন, রনি রহমানসহ চারজনকে আটক করা হয়েছে।