কলারোয়ায় সোনাবাড়িয়ায় ভিজিডি কার্ডের চাউল বিতরণ

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নে ২৩১ জনের মধ্যে ভিজিডি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাউল বিতরণ করেন। এসময় চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম বলেন, প্রতি কার্ডধারী ২মাসের ৬০ কেজি চাল একবারে পাচ্ছেন। চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আরশাদ আলী, আসাদুজ্জামান, হাসম আলী, কামরুজ্জামান, নুরুল ইসলাম, আনারুল ইসলাম, হাসানুজ্জামান, লিয়াকাত আলী, রফিকুল ইসলাম, রেহনো পারভীন, শিরিনা খাতুন প্রমুখ।
21
কলারোয়া পৌরসভার হেলদি-হোম সম্মাননা প্রদান

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আমাদের কলারোয়া প্রকল্প’র ‘হেলদি-হোম’ ক্যাম্পেইন বাস্তবায়নের আওতায় হেলদি-হোম সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া পৌর মেয়র আক্তারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। এসময় তিনি বলেন, কলারোয়া পৌরসভাকে সবুজ, পরিষ্কার, স্বাস্থ্যসম্মত এবং বাসযোগ্য করতে হলে সর্বদা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এ ব্যাপারে পৌরবাসীকে সচেতন থাকতে হবে। পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে হেলদি-হোম ক্যাম্পেইনের ব্যবস্থা করতে হবে। তাহলে উপজেলায় ওয়াশ অধিকার পুরণের ক্ষেত্রে সাফল্য লাভ করবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ঢাকা আহছানিয়া মিশনের মনিটরিং অফিসার ফয়সাল হোসেন। এসময় আন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আয়ুব আলী, পৌর প্যানেল মেয়র মাস্টার মনিরুজ্জান বুলবুল, পৌর কাউন্সিলর মেজবাহউদ্দিন লিলু, রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন দফাদার, জাহাঙ্গীর হোসেন, ইমাদুল ইসলাম ইমাদ, আলফাজউদ্দিন,সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুতু, সন্ধ্যা রানী বর্মন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সচিব সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান,ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী বিপ্লব কুমার ঠাকুর, প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান, ওয়াশ প্রমোটর আলী হোসেন ও তুষার পারভেজ, মাখফুরা খাতুন প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে পৌসভার ৯টি ওয়ার্ডের নির্বাচিত ২৫৯টি পরিবারের সদস্যদের (গৃহিণী ও গৃহকর্তা) হাতে হেলদি হোম সফল ভাবে বাস্তবায়ন করার জন্য সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

কলারোয়ার দেয়াড়া আওয়ামীলীগের উদ্দ্যোগে আরাফাত হোসেনের নির্বাচনী পথসভা

ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরাফাত হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যায় খোরদো বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় উপ-নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী আরাফাত হোসেনকে নির্বাচিত করার জন্য পথসভায় আহবান জানান বক্তারা। উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরাণি¦ত করতে পথসভায় নৌকা প্রতীকে ভোট চান আওয়ামীলীগ প্রার্থী আরাফাত হোসেন। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে। পথসভায় উপস্থিত ছিলেন ও আলোচনা করেন জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুগ্ম-সম্পাদক চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক অধ্যাপক্ষ ইউনূছ আলী খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্œা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রেজানুজ্জামান লিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মœ-সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম ইলিয়াস হোসাইন, পৌর কাউন্সিলর আকিমুদ্দিন আকি,এসএম মফিজুল হক, জাহাঙ্গীর হোসেন, কয়লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিএম জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এম আয়ুব হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রহমান মিঠু, আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য রফিকুল ইসলাম মিলন,বাবুর আলী মধু, শেখ আব্দুল কাদের চুন্নু, ইউনিয়ন ছাত্রলীগ নেতা হারুন-অর-রশিদ, সানী খান, ইসমাইল হোসেনসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদস্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ প্রমুখ। সমগ্র পথসভা পরিচালনা করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক এম এ মান্নান।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।