ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। নিজেদের মাটিতে এই সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন আসেলা গুনারতেœ ও নিরোশান ডিকভেলা। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে ভালো খেলার পুরস্কার হিসেবেই টেস্ট দলে ফিরলেন এই দুই ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার টেস্ট দলের সদস্যরা হলেন: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল (উইকেটকিপার), দিমুথ করুনারতেœ, নিরোশান ডিকভেলা, উপুল থারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারতেœ, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, নুয়ান প্রদিপ, ভিকুম সঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান ও মালিন্ডা পুষ্পকুমারা।
উল্লেখ্য, ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। বাংলাদেশ সিরিজের একটি ম্যাচও খেলা হবে না তার। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়েছে ম্যাথুজের পরিবর্তে টাইগারদের বিপক্ষে দুই টেস্ট সিরিজে লঙ্কান দলকে নেতৃত্ব দেবেন বর্ষীয়ান বাঁহাতি স্পিনার হেরাথ।
গত বছর নভেম্বরে ম্যাথুজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছিলেন ৩৮ বছরের হেরাথ। -ক্রিকইনফো