ক্রাইমবার্তা রিপোট:রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ পূর্ব লেবুবুনিয়া গ্রামের হানিফ হাওলাদার বাড়ির সামনের বাইপাস খালের উপরের পাটা ব্রীজটির অনেকগুলো পাটা ভেঙ্গে এবং লোহার পাত বাকা হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে পাঁচ গ্রামের তিন সহ¯্রাধিক মানুষ ঝুঁকি নিয়ে ওই ব্রীজ পারাপার হচ্ছেন। স্থানীয় মোঃ হানিফ হাওলাদার, মোঃ মশিউর রহমান, মোঃ সুলতান ম্যানেজার ও মোঃ নুরুল হক হাওলাদারসহ ওই এলাকার একাধিক লোক অভিযোগ করে বলেন, প্রায় দশ বছর আগে লোহার ষ্ট্রাকচারের উপর ঢালাই পাটা দিয়ে ব্রীজটি নির্মান করা হয়। বর্তমানে ব্রীজটির লোহার ষ্ট্রাকচার পুরাতন হয়ে মরিচা ধরে বাঁকা হয়ে গেছে এবং ব্রীজটির মধ্য স্থানসহ বিভিন্ন স্থানের ঢালাই পাটা গুলো ভেঙ্গে পড়ে যাওয়ায় স্থানীয় লোকজন ওই সকল স্থানে বাঁশ ও গাছ দিয়ে ঝুকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রীজটি দিয়ে লেবুবুনিয়া দাখিল মাদ্রাসা-স্কুলের শিক্ষার্থীসহ ওই এলাকার নারী,শিশু, বৃদ্ধ ও বোঝা বহনকারি মানুষ খুব ঝুকি নিয়ে পারাপার হচ্ছেন। ব্রীজটি নরবড়ে হওয়ায় পারাপারের সময় দোল খাচ্ছে বলে স্থানিয়রা আরো জানান। তাই যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ লুৎফুররহমান জানান, ওই ব্রীজটি সম্পর্কে তার জানা নেই। বর্তমানে এলজিইডির আয়রন ব্রীজ নির্মানের কোন পরিকল্পনা নেই। খোজ নিয়ে তাই ওই স্থানে যাহাতে একটি ঢালাই ব্রীজ নির্মান করা হয় সেজন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …