ক্রাইমবার্তা রিপোট:তোজাম্মেল হোসেন মঞ্জু,ডোমার (নীলফামারী) সংবাদদাতা ঃ নীলফামারীর ডোমারে অজ্ঞাত ্এক হিজড়ার (৩০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার গোমনাতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌজা গোমনাতি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ জানান, সকাল ৯টার দিকে লোকজন ক্ষেতে কাজ করতে এসে দেখতে পায় একজনের গলাকাটা লাশ পরে রয়েছে। আমাকে খবর দেওয়া হলে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এসময় জানা যায় সে হিজরা। তবে তার পরিচয় তিনি জানাতে পারেননি।
স্থানীয়রা জানায়,অজ্ঞাত সেই হিজরাকে গলায় ছুড়ি দিয়ে জবাইয়ের পর দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়,তার গলায় ছুড়ির দাঘের পাশাপাশি গলায় রশি ঝোলানো রয়েছে। পরিপাটি দেখতে এই হিজরার কেউ পরিচয় জানাতে পারেনি। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে এই বিষয়টিও কেউ বলতে পারেনি।
ডোমার থানার এস,আই আরমান আলী জানান,খবরপেয়ে ঘটনাস্থল উপজেলার গোমনাতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাঁধের পাড়ে এসে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক হিজড়ার গলা কাটা লাশ উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে ফেলে রেখে চলে যায়। নিহত হিজড়ার পরনে লাল শাড়ি,হাতে চুড়ি ছিল।গলায় দড়ি লাগানো এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা ছিল। প্রাথমিক তদন্তে শেষে এটি একটি হত্যা বলে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত হিজড়ার পরিচয় পাওয়া যায়নি।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …