ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে আল-কায়দার হামলায় নিহত মার্কিন নৌ সেনা চীফ উইলিয়াম রায়ান ওয়েন্সের স্ত্রীকে দাঁড়িয়ে সংবর্ধনা ও সম্মান জানালো কংগ্রেস। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের দিন প্রেসিডেন্টের সম্মানিত অতিথি হিসেবে কংগ্রেসে উপস্থিত ছিলেন উইলিয়ামের স্ত্রী ক্যারেন ওয়েন্স। ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্পের সঙ্গে আসন গ্রহণ করেন ক্যারেন।
ট্রাম্প বলেন, আমরা এই মুহুর্তে ক্যারেন ওয়েন্সের সঙ্গে যোগ দিতে পেরে গর্ববোধ করছি। তার হাজব্যান্ড উইলিয়াম আমেরিকার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনের জন্য যুদ্ধ করেছেন। তিনি একজন যোদ্ধা ও নায়ক। রায়ান মৃত্যুবরণ করে বেঁচে আছেন। বাইবেল আমাদের শিখিয়েছে বন্ধুর জন্য জীবন উৎসর্গ করার চাইতে মহৎ কাজ আর নেই। রায়ান তার বন্ধুর জন্য, দেশের জন্য, আমাদের স্বাধীনতা অক্ষুণœ রাখার জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা তাকে ভুলব না।
এই সময় ট্রাম্প কংগ্রেসের প্রতি ক্যারেনকে দাঁড়িয়ে সম্মান জানানোর আহ্বান জানান। ক্যারেন তখন কান্নায় ভেঙ্গে পড়েছিলেন। ডেমোক্রেট ও রিপাবলিকান উভয়পক্ষের আইনপ্রণেতারা ওই মুহুর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আমেরিকার ইতিহাসে এই প্রথমবার দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে কংগ্রেস কাউকে সংবর্ধনা ও সম্মান জানালো।
এরপর ট্রাম্প বলেন, আামি মনে করি রায়ান আজ আনন্দিত। কারণ তিনি রেকর্ড ভেঙ্গেছেন। কংগ্রেসের ইতিহাসে দীর্ঘ সময় ধরে তার প্রতি সম্মান জানানো হয়েছে। ডেইলি মেইল,