ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উঠে-পড়ে লেগেছেন বলে অভিযোগ করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন অভিযোগ করেন। ফক্স নিউজের বরাত দিয়ে আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, ট্রাম্প দাবি করেন, ‘দেশটিতে সাম্প্রতিক সময়ে যেসব বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং জাতীয় নিরাপত্তা বিষয়ক যত গোপন তথ্য ফাঁস হয়েছে- তা সবই করেছেন ওবামা ও তার লোকজন। রাজনৈতিক ফায়দা হাসিল করতে ওবামা এসব করে বেড়াচ্ছেন। তবে, সাক্ষাৎকারে এ ব্যপারে কোনো প্রমাণ দিতে পারেননি ট্রাম্প।