ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:আগে থেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এর দল জ্যামাইকা তালওয়াসের সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তাকে নিলামে তোলার কোন প্রশ্নই উঠেনা। তবে এবার সিপিএলের নিলামে উঠেছে আরও চার বাংলাদেশি ক্রিকেটারের নাম। তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ এবং এনামুল হক বিজয়। তামিম গতবছর থেকেই নিয়মিত পিএসএল খেলছেন। এবার শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলে জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে আছেন। প্রথমবারের মত পিএসএল খেলতে যাওয়া রিয়াদও এখন তামিমের সঙ্গে শ্রীলঙ্কায়। বিজয়কে ফাইনাল খেলার জন্য প্রস্তাব দিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তার যাওয়া এখনও কনফার্ম নয়। অন্যদিকে এখনও কোনো বিদেশি লিগ খেলা হয়নি তাসকিন আহমেদের। নিলামের ড্রাফটে থাকা ২৫৮জন খেলোয়াড়ের মধ্যে পাকিস্তানের ৪৬ জন, অস্ট্রেলিয়ার ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, দক্ষিণ আফ্রিকার ১৬, শ্রীলঙ্কার ১৯, ইংল্যান্ডের ৪ জন, আয়ারল্যান্ডের ৩, আফগানিস্তানের ৫, কানাডার ২, ওমানের ১, যুক্তরাষ্ট্রের ১ ও জিম্বাবুয়ের ৪ জন খেলোয়াড় রয়েছেন। আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে নিলাম। আগামী ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আসরটি অনুষ্ঠিত হবে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …